একটি সুইচ দ্বারা একটি বাতি নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
যে কোন কাজ করতে গেলে ছোট ছোট কাজ শিখে বড় হতে হয়। অনেকে ভাবেন এত ছোট কাজ এটা তো দেখলেই বুঝা যায় কাজ হয়ে যাবে। কিন্তু আসলে বাস্তবে কাজ করার মাঝে একটা তৃপ্তি কাজ করে। আমরা এখন যারা এ ব্যবহারিকটি করার জন্য চেষ্টা করবো তারা একটিবার ভাবুন আমরা যখন ছোট ছিলাম ছোট যোগ-বিয়োগ অংকগুলো কতইনা কঠিন মনে হতো আমাদের কাছে, কিন্তু বড় হয়ে এ অংগুলো মুখে মুখে করে ফেলি আমরা। আজকে এ আর্টিকেল যারা পড়ছেন তারা নিশ্চই সেই ছোট বেলার লোকের মত যারা কিনা কখনো ইলেকট্রিক্যাল কোন ব্যবহারিক সম্পন্ন করেন নি। তাই আজকে সবচেয়ে ছোট একটি ব্যবহারিক দিয়ে শুরু করলাম।
বিদ্যুৎ চলাচলের সম্পুর্ন পথকে সার্কিট বা বর্তনী বলা হয়ে থাকে। আজকে আমরা একটি সুইচ দ্বারা একটি বাতিকে নিয়ন্ত্রন করে দেখাবো। বহুল ব্যবহৃত নিয়ন্ত্রন যন্ত্রের নাম হলো সুইচ। আমরা সেই সুইচ দ্বারাই মূলত বাতিটিকে অন বা অফ করে দেখাবো আজকে। তবে বিদ্যুতের কাজ যেহেতু বিপদজ্জনক তাই বিদ্যুতের কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
উদ্দেশ্য: আজকে আমরা কিভাবে একটি সুইচ দ্বারা একটি বাতিকে নিয়ন্ত্রন করা হয়ে থাকে তার বাস্তব ধারনা নিয়ে ভবিষ্যতে নিজেকে অভিজ্ঞ করে তুলা।
সার্কিট চিত্র:
প্রয়োজনীয় মালামাল ও যন্ত্রপাতি:
- হোল্ডার - ১টি।
- ২পিন প্লাগ - ১টি।
- ওয়ান ওয়ে সুইচ(SPST) - ১টি।
- এক ঘাটের সুইচ বোর্ড - ১টি।
- ১০০ ওয়াটের ইনকেন্ডিসেন্ট বাল্ব - ১টি।
- ২৩/০.০৭৬ তার ২গজ।
- ওয়্যার স্ট্রিপার -১টি।
- কম্বিনেশন প্লায়ার্স - ১টি।
- স্টার স্ক্রু ড্রাইভার - ১টি।
- ফ্লাট স্ক্রু ড্রাইভার - ১টি।
- কানেকটিং স্ক্রু ড্রাইভার - ১টি।
- বলপিন হ্যামার - ১টি।
- নিয়ন টেস্টার -১টি।
কার্যপদ্ধতি/ কাজের ধারা:
- উপরে উল্লেখিত সকল প্রকার মালামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করে সাথে রাখতে হবে।
- চিত্র দেখে পুরো ব্যবহারিক কাজটি কিভাবে করতে হবে তার ধারনা ক্লিয়ার করতে হবে।
- প্রথমে ২পিন প্লাগের এক মাথায় একটি লাল তার সংযোগ করতে হবে আর অন্য প্রান্তে একটি কালো তার সংযোগ করতে হবে।
- এরপর চিত্র অনুযায়ী লাল তারটিকে সুইচের নিচের প্রান্তে সংযোগ করতে হবে।
- সুইচের অপর প্রান্ত থেকে আরেকটি লাল তার নিয়ে হোল্ডারের একটি প্রান্তে লাগাতে হবে।
- ২পিন প্লাগের যে কালো তারটি আছে সেটিকে নিয়ে হোল্ডারের যে প্রান্ত ফাকা আছে সেখানে সংযোগ করতে হবে।
- এরপর হোল্ডারে ১০০ ওয়াটের বাতিটি সংযুক্ত করে ২পিন প্লাগটি এসি ২২০ ভোল্টের সরবারহ লাইনের সাথে সংযুক্ত করতে হবে, যদি সুইচ অন করার ফলে বাতিটি জ্বলে উঠে তাহলে বুঝতে পারবেন আপনার সংযোগ সঠিক আছে, আর যদি বাতিটি না জ্বলে তাহলে বুঝবেন আপনার কাজে কোথাও না কোথাও ভুল আছে।
এভাবেই মূলত একটি সুইচ দ্বারা একটি বাতিকে নিয়ন্ত্রন করা হয়ে থাকে। ব্যাপারটি যদিও অনেক সহজ মনেহয় কিন্তু যারা নতুন তাদের জন্য ব্যাপারটি খুবই মজার হবে বলে আশা করছি।
সাবধানতাঃ
- সকল সংযোগ সাধনের সময় অবশ্যই মনোযোগী হতে হবে।
- সংযোগের সময় তারটিকে অবশ্যই টুইস্ট করতে হবে।
- পাওয়ার সাপ্লাই প্রদানের সময় অবশ্যই লাইটিকে প্রথমে সিরিজে দিয়ে চেক করে নিতে হবে।
- অতিরিক্ত সাহসীকতা দেখানো যাবে না।
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url