EIM-NTVQF-Level-1 MCQ Question part-1

হ্যালো বন্ধুরা, আপনারা যারা ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স এর উপরে স্কীলে লেভেল-১ (Level-1) করতে কি কি প্রশ্ন পড়বেন তা নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকে এই পোস্টটি আপনাদের জন্য। আমরা ধারাবাহিক ভাবে ৪টি ধাপে কিছু প্রশ্ন তুলে ধরলাম আশাকরি পোস্টটি পড়লে লেভেল-১ এর লিখিত পরীক্ষার জন্য খুবই উপকার হবে। তাছাড়াও যারা ইলেকট্রিক্যাল চাকুরির জন্য বেসিক প্রশ্ন খুঁজে থাকেন তাদের জন্যও পোস্টটি অনেক কার্যকর।

১. ইলেকট্রন প্রবাহের হারকে বলে-

    (ক) ভোল্টেজ
    (খ) কারেন্ট
    (গ) রেজিস্ট্যান্স
    (ঘ) পরিবাহিতা।

২. ইনসুলেশন তোলার জন্য ব্যবহৃত হয়-

    (ক) টেস্টার
    (খ) নোজ প্লায়ার্স
    (গ) ওয়্যার স্ট্রিপার
    (ঘ) হ্যামার

৩. ফিউজ হিসাবে ব্যবহৃত হয়-

    (ক) সীসা ও টিন
    (খ) লোহা
    (গ) কার্বন
    (ঘ) ইস্পাত

৪. টিউবলাইট জ্বলাকালীন এর আড়াআড়ি ভোল্টেজ কত থাকে?

    (ক) ২২০ ভোল্ট
    (খ) ১১০ ভোল্ট
    (গ) ২৩০ ভোল্ট
    (ঘ) ৪৪০ ভোল্ট

৫. ওয়্যারিং এ বহুল ব্যবহৃত ক্যবল হলো-

    (ক) পি.ভি.সি ক্যাবল
    (খ) ভি.আই.আর ক্যাবল
    (গ) সি.টি. এস ক্যাবল
    (ঘ) মিনারেল ইনসুলেটেড ক্যবল

৬. ইলেকট্রন প্রবাহের বাধাকে কি বলে?

    (ক) ভোল্টেজ
    (খ) কারেন্ট
    (গ) রেজিস্ট্যান্স
    (ঘ) পরিবাহিতা

৭. কোনটি উত্তম পরিবাহী-

    (ক) অ্যালুমিনিয়াম
    (খ) সীসা
    (গ) তামা
    (ঘ) লোহা

৮. থ্রী-ফেজ ডিবিতে কয়টি বাসবার থাকে?

    (ক) ২টি
    (খ) ৩টি
    (গ) ৪টি
    (ঘ) ৫টি

৯. সিঙ্গেল ফেজ ডিবিতে কয়টি বাসবার থাকে।

    (ক) ২টি
    (খ) ৩টি
    (গ) ৪টি
    (ঘ) ৫টি

১০. শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত মোটর হচ্ছে-

    (ক) সিনক্রোনাস মোটর
    (খ) সিরিজ মোটর
    (গ) ইন্ডাকশন মোটর
    (ঘ) ক্যাপাসিটর রান মোটর

১১. বাল্বকে ঝুলন্ত অবস্থায় জ্বালাতে ব্যবহৃত হয়-

    (ক) ব্রাকেট হোল্ডার
    (খ) ব্যাটেন হোল্ডার
    (গ) স্যুইভ্যাল হোল্ডার
    (ঘ) পেনডেন্ট হোল্ডার

১২. চার (৪) ফুট টিউব লাইটের ওয়াট হচ্ছে-

    (ক) ৪০ ওয়াট
    (খ) ২০ ওয়াট
    (গ) ৬০ ওয়াট
    (ঘ) ৮০ ওয়াট

১৩. দুই (২) ফুট টিউব লাইটের ওয়াট হচ্ছে-

    (ক) ৪০ ওয়াট
    (খ) ২০ ওয়াট
    (গ) ৬০ ওয়াট
    (ঘ) ৮০ ওয়াট

১৪. চার (৪) ফুট টিউব লাইটের প্যাকেটের গায়ে কত ওয়াট থাকে-

    (ক) ১৮ ওয়াট
    (খ) ৩৬ ওয়াট
    (গ) ৬৪ ওয়াট
    (ঘ) ৭৮ ওয়াট

১৫. দুই (২) ফুট টিউব লাইটের প্যাকেটের গায়ে কত ওয়াট থাকে-

    (ক) ১৮ ওয়াট
    (খ) ৩৬ ওয়াট
    (গ) ৬৪ ওয়াট
    (ঘ) ৭৮ ওয়াট

১৬. ২*৩/০.০২৯ পি. ভি.সি ক্যবলে খেই সংখ্যা কত?

    (ক) ২ টি
    (খ) ৩ টি
    (গ) ২৯ টি
    (ঘ) ৫ টি

১৭. ওহমের সূত্র নিচের কোনটি?

    (ক) I = V / R
    (খ) I = R / V
    (গ) I = V*R
    (ঘ) I = V - R

১৮. ইলেকট্রন কোন চার্জ বহন করে?

    (ক) ধনাত্বক
    (খ) ঋনাত্বক
    (গ) নিরপেক্ষ
    (ঘ) উপরের সবগুলি

১৯. বাসাবাড়িতে কোন ধরনের বর্তনী বেশি ব্যবহৃত হয়?

    (ক) সিরিজ সার্কিট
    (খ) প্যারালাল সার্কিট
    (গ) মিশ্র সার্কিট
    (ঘ) ওপেন সার্কিট

২০. বাংলাদেশে উৎপন্ন বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত?

    (ক) 50 Hz
    (খ) 55 Hz
    (গ) 60 Hz
    (ঘ) 70 Hz

২১. সমতল ভূমিতে আর্থিং রেজিস্ট্যান্স সর্বোচ্চ কত হওয়া উচিত?

    (ক) ১ ওহম
    (খ) ৫ ওহম
    (গ) ০.৫ ওহম
    (ঘ) ৮ ওহম

২২. রেজিস্ট্যান্সের একক কি?

    (ক) অ্যাম্পিয়ার
    (খ) ভোল্ট
    (গ) ওহম
    (ঘ) হেনরী

২৩. টু-ওয়ে সুইচ কোথায় ব্যবহৃত হয়?

    (ক) সিড়িঘরে
    (খ) কলকারখানায়
    (গ) বাসাবাড়িতে
    (ঘ) ইন্ডাস্ট্রিতে

২৪. ওয়াট মিটার ‍দিয়ে কী পরিমাপ করা হয়?

    (ক) ভোল্টেজ
    (খ) কারেন্ট
    (গ) রেজিস্ট্যান্স
    (ঘ) পাওয়ার

২৫. এক কিলোভোল্ট সমান কত ভোল্ট?

    (ক) ১০০০ ভোল্ট
    (খ) ১২০০ ভোল্ট
    (গ) ৮০০ ভোল্ট
    (ঘ) ১০০১ ভোল্ট

২৬. মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত?

    (ক) ১.৫ মিটার
    (খ) ৩ মিটার
    (গ) ৪.৫ মিটার
    (ঘ) ১.০ মিটার

২৭. টিউব লাইটের সার্জ ভোল্টেজের পরিমান কত?

    (ক) ৮৫০-১০০০ ভোল্ট
    (খ) ৮০০- ১০০০ ভোল্ট
    (গ) ৭৫০ - ১০০০ ভোল্ট
    (ঘ) ৮০০ - ৯০০ ভোল্ট

২৮. চ্যানেল ওয়্যারিং এ ব্যবহৃত চ্যানেলের সর্বনিম্ন সাইজ কত?

    (ক) ১৩ মি.মি
    (খ) ১৮ মি.মি
    (গ) ২৫ মি.মি
    (ঘ) ৩৭ মি.মি

২৯. গগলস কোন ধরনের ডিভাইস?

    (ক) ইলেকট্রিক
    (খ) রক্ষাকারী
    (গ) বিলাসবহুল
    (ঘ) নিয়ন্ত্রন

৩০. এনার্জিমিটারে কয়টি কয়েল থাকে?

    (ক) ২ টি
    (খ) ৩ টি
    (গ) ২৯ টি
    (ঘ) ৫ টি

ইলেকট্রিক্যাল কাজে দক্ষতা অর্জন করে নিজেকে গড়ে তুলতে পড়ালেখার বিকল্প নেই। তাই আমাদের পোস্টগুলো নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করার মাধ্যমে নিজের জ্ঞানকে বিকশিত করুন। এমন নিত্যনতুন পোস্ট পেতে সবসময় আমাদের ওয়েবসাইট এর সাথে থাকুন। - ধন্যবাদ।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url