ওয়ালটন রুম হিটার এর দাম বাংলাদেশ ২০২৪
ওয়ালটন রুম হিটার এর দাম ২০২৪- হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে শীতকাল চলে এলো। শীতের দিনে নিজের রুমকে গরম রাখার জন্য আমরা অনেক সময় রুম হিটার ব্যবহারের কথা ভাবি। যারা এই শীতে রুম হিটার কিনবেন বলে ভাবছেন তাদের জন্য আমাদের আজকের পোস্টটি লেখা।
আজকে ওয়ালটন কোম্পানির বেশ কয়েকটি রুম হিটার নিয়ে আলোচনা করবো। আপনারা যদি পুরো পোস্ট পড়েন তাহলে ওয়ালটন রুম হিটার এর দাম সম্পর্কে ভালো একটি ধারনা পেয়ে যাবেন। রুম হিটার হলো এমন এক প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রুপান্তর করে। পরে এ তাপ শক্তি পুরো রুমের ভিতরে ফ্যানের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
আরো পড়ুনঃ ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২৪।
রুম হিটার কিভাবে কাজ করে
ঠান্ডায় রুমের ভিতরের তাপমাত্রাকে গরম রাখার জন্য রুম হিটার ব্যবহার করা হয়ে থাকে। রুম হিটার মূলত রুমের ভিতরের অদ্রতাকে শোষন করে নেয়। রুম হিটার রুমের ভিতরের বাতাসকে গরম করে দেয়। তবে রুমের সাইজের উপার ভিত্তি করে রুম হিটার নির্বাচন করা উচিত, তা না হলে রুমের বাতাস গরম করতে অনেক বেশি সময় লাগে।
অনেকের ধারনা রুম হিটারে অনেক বেশি পরিমান বিদ্যুৎ বিল আসে তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনি যদি ১৫০০ ওয়াটের একটি রুম হিটার ব্যবহার করেন তাহলে ১ ঘন্টায় ৯ টাকার মত বিদ্যুৎ বিল আসতে পারে। রুম হিটার কিন্তু সবসময় চালু রাখার দরকার হয় না, রুম গরম হয়ে গেলে রুম হিটার বন্ধ করে দিলেই হয়। সেক্ষেত্রে প্রথমবার রুম গরম করতে একটু বেশি সময় লাগে, পরে রুম গরম হয়ে গেলে রুম হিটার কিছুক্ষন পরপর চালু করলেও হয়।
তবে বর্তমানে কিছু অটো রুম হিটার বের হয়েছে যার ভিতরে তাপমাত্রা সেট করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। যা রুমের তাপমাত্রা বেশি হলে অটো অফ হয়ে যায়, আবার রুমের তাপমাত্রা কমে গেলে অটো চালু হয়ে যায়।
ওয়ালটন রুম হিটার এর দাম কত
আজকে ওয়ালটন কোম্পানির যে সকল রুম হিটার নিয়ে আলোচনা করবো, ওয়ালটন রুম হিটারের দাম নির্ভর করে কয়েলের সাইজ ও মডেলের উপর ভিত্তি করে। ওয়ালটন রুম হিটারের দাম ১৫০০ টাকা থেকে শুরু করে ৫৫০০ টাকার মধ্যে হয়ে যাবে। আমরা যে কয়টি রুম হিটার নিয়ে কথা বলবো আপনি তার ভিতর থেকে আশাকরি আপনার পছন্দের রুম হিটার খুঁজে নিতে পারবেন। (Walton Room Heater price in Bangladesh 2024)
- ওয়ালটন রুম হিটার WRH-PTC007 এর দাম ১৫৯০ টাকা।
- ওয়ালটন রুম হিটার WRH-PTC009 এর দাম ২১০০ টাকা।
- ওয়ালটন রুম হিটার WRH-PTC006 এর দাম ২৫৫০ টাকা।
- ওয়ালটন রুম হিটার WRH-PTC001 এর দাম ২৬০০ টাকা।
- ওয়ালটন রুম হিটার WRH-PTC203T এর দাম ৪৫০০ টাকা।
- ওয়ালটন রুম হিটার WRH-PTC301W এর দাম ৪৭০০ টাকা।
উপরে ওয়ালটন রুম হিটারের বিভিন্ন মডেল দেওয়া হলো, আপনাদের সুবিধার্থে প্রতিটি মডেলের বিস্তারিত আলোচনা করছি যাতে করে আপনারা বুঝেশুনে রুম হিটার বাছাই করতে পারেন।
আরো পড়ুনঃ মিয়াকো কফি মেকারের দাম।
Walton Room Heater WRH-PTC007 | রুম হিটারের দাম
যাদের রুমের সাইজ অনেক ছোট তারা এ রুম হিটারটি ব্যবহার করতে পারেন। অল্প পরিসরে এ রুম হিটার খুব ভালো কার্যকর। রয়েছে সুইচিং ব্যবস্থা যাতে করে তিনটি মুডে আপনি রুম হিটারটি পরিচালনা করতে পারবেন। রয়েছে ওভার হিট প্রতিরক্ষা সুইচের ব্যবস্থা। আমরা আপনাদের সুবিধার্থে WRH-PTC007 মডেলটির আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
- মডেল নংঃ WRH-PTC007
- অপারেটিং ভোল্টেজ ঃ ২২০ ভোল্ট।
- রুম হিটারের মূল্যঃ ১৫৯০ টাকা।
- কালারঃ লাল, সবুজ, নীল।
- পাওয়ারঃ ( ৫০০ ওয়াট / ১০০০ ওয়াট ) দুইটি আলাদা পাওয়ারে অপারেট করার ক্ষমতা।
- সুইচিংঃ তিনটি আলাদা মুডে পরিচালনা ব্যবস্থা।
- প্রোটেকশন ব্যবস্থাঃ রুম হিটারটিতে রয়েছে আলাদা ওভারহিট প্রোটেকশন ব্যবস্থা।
Walton Room Heater WRH-PTC009 | রুম হিটার দাম
মিডিয়াম পরিসরে ব্যবহারের জন্য ওয়ালটন কোম্পানির রুম হিটারটি বেশ কার্যকর। এ রুম হিটারের পাওয়ার তুলনামূলক বেশি হওয়ায় দ্রুত রুম গরম করে দিতে পারে। ওয়ালটনের এ রুম হিটারে রয়েছে সিরামিক এর তৈরি হিটিং এলিমেন্ট। রুম হিটারটির বর্তমান মূল্য - ২১০০ টাকা। আপনাদের সুবিধার্থে রুম হিটারটির আরো কিছু গুনাগুন তুলে ধরলাম। রুম হিটারের এ মডেলটির ছবি উপরে দেখানো হয়েছে।
আরো পড়ুনঃ ভিশন রাইস কুকারের দাম কত ২০২৪।
- মডেল নংঃ WRH-PTC009
- অপারেটিং ভোল্টেজ ঃ ২২০ ভোল্ট।
- রুম হিটারের মূল্যঃ ২১০০ টাকা।
- কালারঃ ছবিতে দেখানো হয়েছে।
- পাওয়ারঃ ( ১০০০ ওয়াট / ১৫০০ ওয়াট ) দুইটি আলাদা পাওয়ারে অপারেট করার ক্ষমতা।
- সুইচিংঃ তিনটি আলাদা মুডে পরিচালনা ব্যবস্থা।
- প্রোটেকশন ব্যবস্থাঃ রুম হিটারটিতে রয়েছে আলাদা ওভারহিট প্রোটেকশন ব্যবস্থা।
- দ্রুত রুম গরম করার ব্যবস্থা।
- হ্যান্ডেলঃ ইন্টিগ্রেটেড।
- ফ্যানের তাজা বাতাসের সুব্যবস্থা।
- রুম হিটারে রয়েছে অসিলেশন ফাংশন।
Walton Room Heater WRH-PTC006 | রুম হিটারের দাম
ওয়ালটন কোম্পানির এ রুম হিটারটি দেখতে সিলিন্ডারের মত। দুটি আলাদা পাওয়ারে অপারেট করা যায় রুম হিটারটিকে। রুম হিটারটির রেটেড পাওয়ার ১৫০০ ওয়াট। ঠান্ডা বাতাসের জন্য এ রুম হিটারে আলাদা ফ্যান মোড রয়েছে। রুম হিটারটির বর্তমান বাজারমূল্য ২৫৫০ টাকা। আমরা আপনাদের সুবিধার্থে রুম হিটারটির আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
- মডেল নংঃ WRH-PTC006
- অপারেটিং ভোল্টেজ ঃ ২২০ ভোল্ট এসি।
- ফ্রিকুয়েন্সিঃ ৫০ হার্জ।
- রুম হিটারের মূল্যঃ ২৫৫০ টাকা।
- কালারঃ ( কালো, সাদা ) ছবিতে দেখানো হয়েছে।
- পাওয়ারঃ ( ৭৫০ ওয়াট / ১৫০০ ওয়াট ) দুইটি আলাদা পাওয়ারে অপারেট করার ক্ষমতা।
- সুইচিংঃ তিনটি আলাদা মুডে (ফ্যান/উষ্ণ/গরম) পরিচালনা ব্যবস্থা।
- প্রোটেকশন ব্যবস্থাঃ রুম হিটারটিতে রয়েছে আলাদা ওভারহিট প্রোটেকশন ব্যবস্থা।
- এন্টি টিল্ট সুরক্ষা করার ব্যবস্থা।
- রুম হিটারে রয়েছে অসিলেশন ফাংশন।
- ঠান্ডা বাতাসের জন্য ফ্যান মোড ব্যবস্থা।
- ৬ মাসের ওয়ারেন্টি ব্যবস্থা।
Walton Room Heater WRH-PTC001 | রুম হিটার দাম
আজকের পোস্টে রুম হিটারের কিছু ক্ষতিকর দিক তুলে ধরেছি, যেখানে বলা হয়েছে অতিরিক্ত রুম হিটার ব্যবহারের ফলে হাঁপানি বা এলর্জির সমস্যা দেখা দেয়। যাদের এমন সমস্য আছে তারা এ রুম হিটার ব্যবহার করতে পারেন। কারন হিটিং এলিমেন্ট হিসাবে রুম হিটারটিতে ব্যবহার করা হয়েছে সিরামিক। রুম হিটারটির মূল্য ২৬০০ টাকা। WRH-PTC001 রুম হিটারটির আরো কিছু বৈশিষ্ট তুলে ধরলাম-
- মডেল নংঃ WRH-PTC001
- অপারেটিং ভোল্টেজ ঃ ২২০ - ২৪০ ভোল্ট এসি।
- ফ্রিকুয়েন্সিঃ ৫০ হার্জ।
- রুম হিটারের মূল্যঃ ২৬০০ টাকা।
- কালারঃ ( লাল, সিলভার ) ছবিতে দেখানো হয়েছে।
- পাওয়ারঃ ( ৭৫০ ওয়াট / ১৫০০ ওয়াট ) দুইটি আলাদা পাওয়ারে অপারেট করার ক্ষমতা।
- সুইচিংঃ তিনটি আলাদা মুডে (ফ্যান/উষ্ণ/গরম) পরিচালনা ব্যবস্থা।
- প্রোটেকশন ব্যবস্থাঃ রুম হিটারটিতে রয়েছে আলাদা ওভারহিট প্রোটেকশন ব্যবস্থা।
- অতিরিক্ত গরম থেকে সুরক্ষা করার ব্যবস্থা।
- রুম হিটারে রয়েছে অসিলেশন ফাংশন।
- এডজাস্টেবল থার্মোস্ট্যাট ব্যবস্থা।
- পাওয়ার নির্দেশক আলাদা বাতির ব্যবস্থা।
- ৬ মাসের ওয়ারেন্টি ব্যবস্থা।
আরো পড়ুনঃ সোলার প্যানেল বসানোর নিয়ম।
রুম হিটার ব্যবহারের নিয়ম
রুম হিটার আমরা রুম গরম করার কাজে ব্যবহার করে থাকি, হয়তো রুম হিটার ব্যবহারে আমাদের অনেক ক্ষতিকর দিক রয়েছে তাই রুম হিটার ব্যবহারের নিয়ম আমাদের সকলের জানা দরকার। রুম হিটার ব্যবহারে নিচের নিয়মগুলো অনুসরন করতে পারেন।
- রুমের দরজা জানালা সবকিছু বন্ধ করে রুম হিটার চালু করবেন, তাতে খুব দ্রুত রুম গরম হবে।
- রুমের তাপমাত্রা গরম হয়ে গেলে কিছু সময়ের জন্য রুম হিটার বন্ধ রাখুন, তাতে করে বিদ্যুৎ বিল কম আসবে।
- রুমের তাপমাত্রা বেশি হলে ত্বকের পানি শোষন করে ফেলতে পারে তাই কিছুক্ষন পরপর গরম পানি পান করুন।
- তকের আদ্রতা বজায় রাখার জন্য রুম হিটার চালু থাকা অবস্থায় ময়েশ্চারাইজ ব্যবহার করতে পারেন।
- যাদের হাপানির সমস্যা রয়েছে তাদের জন্য রুম হিটার ব্যবহার না করাই উত্তম।
- রুম থেকে বের হওয়ার সময় অবশ্যই রুম হিটার বন্ধ করে বের হবেন।
- দাহ্য পদার্থ থেকে রুম হিটারকে একটু দূরে রাখুন। কারন অতিরিক্ত গরমে অগুন লেগে যাওয়ার সম্ভবনা থাকে।
- রুম হিটার নির্বাচন করতে একটু বেশি দামি হিটার নির্বাচন করুন এতে ভালো উপকার পাবেন।
রুম হিটার ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ
রুম হিটার ব্যবহার করে যদিও আমাদের অনেক আরাম লাগে, কিন্তু রুম হিটারের কিছু ক্ষতিকর দিক রয়েছে। রুম হিটার ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ জানলে হয়তো আপনারা রুম হিটার নাও কিনতে পারেন। চলুন জানি কি সে ক্ষতিকর দিকসমূহ-অতিরিক্ত রুম হিটার চালু থাকার ফলে ত্বকের উপরের আবরন শুষ্ক হয়ে যায়।
এতে করে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। রুমে অতিরিক্ত রুম হিটার ব্যবহারের কারনে মাথাব্যাথা, মাথাঘোরা, বমিবমি ভাব, নিদ্রাহীনতা ইত্যাদি দেখা দিতে পারে। অতিরিক্ত গরম বাতাস শরীরের ভিতরে প্রবেশের ফলে যাদের হাঁপানি ও এলার্জি রয়েছে তাদের সমস্যা দেখা দিতে পারে।
রুম হিটার চালু করে হিটারের একেবারে কাছাকাছি বসবেন না তাতে করে ফুসফুসে কফ জমে যেতে পারে, কফ জমে জাওয়ার কারনে কশি বা হাঁচি হতে দেখা যায়। আর যদি কফ একবার ফুসফুসে বসে যায় তখন কিন্তু এন্টিবায়টিক ঔষধ সেবন করতে হবে।
Walton Room Heater price in Bangladesh 2024
রুম হিটার ব্যবহারের সাবধানতা
রুম হিটার ব্যবহারে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, যেমন- রুম হিটার চালু থাকা অবস্থায় কাপড় দিয়ে রুম হিটার ঢেকে রাখবেন না। কারন অতিরিক্ত গরমে কাপড়ে আগুন লেগে যেতে পারে। পানির কাছাকাছি যায়গায় রুম হিটার রাখবেন না। অতিরিক্ত উঁচুতে রুম হিটার স্থাপন করা যাবে না। এতে করে উপর থেকে পড়ে গিয়ে আগুন লেগে যেতে পারে অথবা যে কোন বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটে যেতে পারে।
শেষকথাঃ
আপনারা যারা এতক্ষন ধরে পোস্টটি পড়লেন তারা আশা করি রুম হিটার সম্পর্কে ভালো একটি ধারনা পেয়েছেন। ওয়ালটন রুম হিটার এর দাম কত তার উপর যদি কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ঠান্ডার এমন নিত্যনতুন পোস্ট পেতে চাইলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
বলে রাখা উত্তম, বর্তমানে সকল জিনিসের দাম বাড়ছে তাই রুম হিটার কিনার আগে অবশ্যই কয়েকটি দোকান যাচাই করে কিনবেন। অথবা ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে আপডেট পন্যের দাম দেখেও আপনার পছন্দের রুম হিটার ক্রয় করতে পারেন। পরবর্তী পোস্টগুলো নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত অনুসরন করুন। - ধন্যবাদ।
আপনার জন্য আরো কিছু পোস্টঃ
- ওয়াটমিটার কি? ওয়াটমিটার সংযোগ করার পদ্ধতি।
- ক্লিপ অন মিটার কাকে বলে? ক্লিপ অন মিটারের দাম ২০২৪।
- বাইকের তেল বাঁচানোর সহজ উপায়।
- ঘাঘট সেনা প্রয়াস পার্ক, রংপুর।
- কবুতর পালন করার সহজ পদ্ধতি ও কবুতরের ঘর তৈরির নিয়ম।
- ব্লগে ইমেজ আপলোড করার সঠিক নিয়ম।
- কলাবাড়ী যিনাতুন নিসা মোহসিনিয়া বালিকা মাদ্রাসা।
- মন ভালো রাখার সহজ উপায়।
- গাজী পানির ট্যাংক দাম ১০০০ লিটার।
- পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর উপায়।
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url