রবি সিমে মিনিট দেখার নিয়ম | রবি ইমারজেন্সি মিনিট লোন
রবি সিমের মিনিট দেখে কিভাবে এটা অনেকের অজানা। আবার অনেকে আছি সিম কিনে ফেলে রাখার কারনে রবি সিমের মিনিট কিভাবে দেখে, আবার রবি বন্ধ সিম চালু করার নিয়ম সহ অনেক কিছু আমরা ভুলে যাই। আজকে রবি সিমের মিনিট দেখে কিভাবে এ সম্পর্কে বিস্তারিত ধারনা দিব।
আপনারা এ পোস্ট পড়লে আরো জানতে পারবেন- রবি সিমের মিনিট দেখার কোড, রবি সিমের মিনিট কেনার কোড, রবি অফার বন্ধ করার নিয়ম, রবি ইমারজেন্সি মিনিট লোন, রবি ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড ইত্যাদি নিয়ে। তাই পুরো পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই মন দিয়ে রবি সিমের সকল তথ্য সংগ্রহ করুন।
রবি সিমে মিনিট দেখার নিয়ম
বাংলাদেশের মোবাইল অপারেটর এর তালিকায় রবি সিমের অবস্থান দ্বিতীয়। প্রচুর লোকজন রবি সিম ব্যবহার করে থাকে। অনেকে আছে যারা রবি সিমে টাকা লোড দেই মিনিট কেনার জন্য। আর লোড দেওয়া মিনিটের কথা বলার পর আর কত মিনিট বাকি আছে সেটা চেক করতে হয়। যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা মাই রবি এপস ডাউনলোড করে রবি সিমের মিনিট চেক করতে পারেন।
আর যারা বাটন মোবাইল ব্যবহার করেন অথবা ফোনে এপস নেই বা এপস থাকলেও মোবাইলে ইন্টারনেট নেই তাদের জন্য কোড চেপে মিনিট দেখতে হয়। যারা রবি সিমের মিনিট দেখে কিভাবে তা জানেন না তারা *২২২*২# এই কোড মোবাইলে ডায়াল করার মাধ্যমে আপনার রবি সিমে থাকা অবশিষ্ট মিনিট কত তা জেনে নিতে পারবেন।
আশা করি সকলে রবি সিমের মিনিট দেখার কোড কত তা জেনে ফেলেছেন। এছাড়া রবি সিমের ফ্রি মিনিট দেখতে *২২২*৩# এ কোডটি ডায়াল করতে পারেন।
রবি সিমের মিনিট কেনার কোড
যারা রবি সিম ব্যবহারকারী রয়েছি তাদের প্রায় সকলের বর্তমানে মিনিট কিনে কথা বলার অভ্যাস হয়ে গেছে। কারন মিনিট ছাড়া কথা বললে টাকা বেশি কাটে এ কথা বিশ্বাস করার কারনে সকলে এখন রবি সিমের মিনিট কিনে কথা বলে থাকে। তবে প্রয়োজন অনুযায়ী মিনিট কম বেশি হতে পারে।
রবি সিমের মিনিট ক্রয় করা খুবই সহজ, যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা মাই রবি এপস থেকে মিনিট ক্রয় করতে পারেন কিন্তু যাদের বাটন মোবাইল তারা *০# মোবাইলের কি প্যাডে তুলে ডায়াল করলে ডিসপ্লেতে আপনার সামনে অনেক মিনিট অফার প্রদর্শিত হবে আপনারা উক্ত অফারগুলো নিতে শুধু পাশে থাকা সংখ্যাটি প্রেস করার মাধ্যমে রবি সিমের মিনিট ক্রয় করতে পারেন।
আপনাদের সুবিধার্থে রবি সিমের কিছু মিনিট অফার তুলে ধরছি-
- রবি ১০ মিনিট অফার ৮ টাকায় পেতে ডায়াল করুন *০*১# মেয়াদ ৮ ঘন্টা
- রবি ১৯ মিনিট অফার ১৪ টাকায় পেতে ডায়াল করুন *০*২# মেয়াদ ১৬ ঘন্টা
- রবি ৪২ মিনিট অফার ২৭ টাকায় পেতে ডায়াল করুন *০*৩# মেয়াদ ২ দিন
- রবি ৬৫ মিনিট অফার ৪৩ টাকায় পেতে ডায়াল করুন *০*৪# মেয়াদ ৪ দিন
- রবি ৯৫ মিনিট অফার ৬৪ টাকায় পেতে ডায়াল করুন *০*৫# মেয়াদ ৭ দিন
- রবি ১৫৫ মিনিট অফার ৯৯ টাকায় পেতে ডায়াল করুন *০*৬# মেয়াদ ৭ দিন
- রবি ৩২০ মিনিট অফার ২০৭ টাকায় পেতে ডায়াল করুন *০*৭# মেয়াদ ১ মাস
আপনারা উপরের কোডগুলো ডায়াল করে আপনাদের পছন্দের রবি মিনিট অফার ক্রয় করতে পারেন।
রবি সিমের অফার বন্ধ করার নিয়ম
অনেক সময় সিম কোম্পানিগুলো সারাদিন কমবেশি SMS সেবা প্রদান করে থাকে আমাদের। অনেকের কাছে যদিও বিষয়টি অনেক বিরক্তের। আবার অনেকে আছে SMS অথব কোম্পানি থেকে ফোন কল আসলে রিসিভ করে তারা যা বলে সেই কাজ করে থাকে এতে করে তাদের রবি সিমের বিভিন্ন অফার চালু হয়ে যায়।
অফারগুলোর ভিতরে মিসকল এলার্ট, রবির গুনগুন অফার, অনাকাংঙ্খিত ইন্টারনেট সংযোগ, কল ব্লক সিস্টেম, রবি ভয়েস টিউন, ব্রেকিং নিউজ এলার্ট সার্ভিস ইত্যাদি সহ নানা রকমের অফার আমাদের রবি সিমে চালু হয়ে যায়।
আরো পড়ুনঃ বাংলালিংক নাম্বার চেক করার উপায় ২০২৪।
আজকে এ পোস্টে আপনারা রবি অফার বন্ধ করার নিয়ম জানতে পারবেন। তার জন্য প্রতি অফার বন্ধ করতে আলাদা কোড ডায়াল করতে হবে। নিচে রবি অফার বন্ধ করার কোডগুলো তুলে ধরা হলো-
- রবি মিসকল এলার্ট বন্ধ করতে *১৪০*২*১*২# এই USSD কোডটি ফোন থেকে ডায়াল করুন।
- রবির গুনগুন অফার বন্ধ করতে OFF লিখে SMS করুন ৮৪৬৬ এই নাম্বারটিতে।
- রবি ইন্টারনেট সংযোগ বন্ধ করতে *৮৯৯৯*০০# ডায়াল করে ইন্টারনেট অফার বন্ধ করুন।
- রবি কল ব্লক সিস্টেম বন্ধ করতে চাইলে *১৪০*২*৩*৬# এই USSD কোডটি ফোন থেকে ডায়াল করুন।
- রবি সিমের ভয়েস টিউন বন্ধ করতে UBSUB লিখে ৮৮০৮৮ নাম্বারে সেন্ড করতে হবে।
- রবি সিমের ব্রেকিং নিউজ এলার্ট বন্ধ করতে *১৪০*৮*১*২*৩# এই USSD কোডটি ফোন থেকে ডায়াল করুন।
- রবি সিমের লোকাল সার্ভিস অফার বন্ধ করতে OFF লিখে SMS করুন ১৮১৮ এই নাম্বারটিতে।
- রবি সিমের সকল সাভিস বন্ধ করতে চাইলে STOP লিখে SMS করুন ৯০৯০ এই নাম্বারটিতে।
আপনারা যদি রবি সিমের অফার বন্ধ করতে চান তাহলে উপরের কোন আফারটি আপনার চালু আছে তার কোড ফোনের ডায়াল প্যাডে তুলে ডায়াল করার মাধ্যমে রবি সিমের অফারগুলো বন্ধ করতে পারেন।
রবি ইমারজেন্সি মিনিট লোন
অনেকে আছেন যারা রবি সিমে কথা বলতে বলতে মিনিট ফুরিয়ে যায় তখন তাদের ইমারজেন্সি মিনিট লোন নিতে হয়, অনেকে রবির মিনিট লোন নেওয়ার কোড জানতে চান। যারা রবি ইমারজেন্সি মিনিট লোন নিতে চান তারা *১২৩*০০৮# এই USSD কোডটি ফোন থেকে ডায়াল করতে পারেন।
উপরের কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি ফোনে কোম্পানি থেকে আসা রবি ইমারজেন্সি মিনিট লোন হিসাবে কত মিনিট পেয়েছেন তা জানতে পারবেন। এবার নিশ্চই কিভাবে রবি মিনিট লোন নেওয়া যায় তা পরিষ্কার হয়ে গেছেন।
রবি ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড
যারা রবি সিম ব্যবহারকারী রয়েছি তাদের কোন না কোন সময়ে কথা বলতে বলতে ফোনের মেইন ব্যালেন্স শেষ হয়ে যায় তখন রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড লিখে অনেকে গুগলে সার্স করে থাকি। রবি সিমের সকল যোগ্য গ্রাহকগন ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। রবি ঝটপট ব্যালেন্স বা রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড দেখার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করতে পারি-
- আপনি আসলে রবির ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করতে *৮# ডায়াল করুন।
- রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে *১২৩*০০৭# এ নাম্বারে ফ্রি ডায়াল করতে পারেন।
- তবে ১২ টাকা বা তার উপরে লোন নিলে SMS ফি বাবদ ২ টাকা করে চার্জ কাটবে।
- আপনি রবির ইমারজেন্সি ব্যালেন্স যে কোন সময় ব্যবহার করতে পারবেন।
- রবি ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে *২২২# নাম্বারে ডায়াল করুন।
যাদের রবি ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড দরকার তারা তাদের অজানা জিনিস জানতে পেরেছেন আশা করছি।
রবি সিমের নাম্বার দেখার কোড
যারা রবি সিম কিনার পর অনেকদিন ফেলে রাখছেন তারা কখনো কখনো বন্ধ সিম চালু করে বিভিন্ন অফার নিতে চায়। কিন্তু সিম চালু করে নিজের নাম্বার কত তা জানে না। তখন ডায়াল করে নাম্বার বের করতে চাইলে কোডটি মনে পড়ে না। তখন রবি সিমের নাম্বার দেখার কোড জানতে সে আগ্রহী হয়ে গুগলে সার্স করে।
আরো পড়ুনঃ বাংলালিংক বন্ধ সিম চালু করার নিয়ম।
আমরা আপনাদের সুবিধার্থে রবি সিমের নাম্বার দেখার কোড তুলে ধরছি আপনি *২# অথবা *১৪০*২*৪# ডায়াল করে ব্যবহৃত রবি সিমের নাম্বার দেখে নিতে পারেন।
রবি সিমের সকল অফার
এতক্ষন ধরে রবি সিমের যে অফারগুলো জানলেন তার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে নাম্বার তুলে ডায়াল করতে হবে। কিন্তু রবি সিমের সকল অফার জানার আরো একটি উপায় রয়েছে, আর তা হলো আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে My Robi apps ডাউনলোড করে ইনস্টল করার মাধ্যমে আপনার যাবতীয় সকল অফারগুলো জেনে নিতে পারেন।
রবি সিমের প্রয়োজনীয় কোড সমূহ
আমরা এতক্ষন ধরে রবি সিমের অনেক তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা রবি সিমের আরো কিছু প্রয়োজনীয় কোড আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন-
- রবি সিমের ব্যালেন্স চেক করার কোড হলো - * ২২২#
- রবি সিমে এসএমএস কেনার কোড হলো - *২২২*১৩#
- রবি সিমের মিনিট দেখার কোড হলো - *২২২*৩# অথবা *২২২*৯#
- রবি সিমের নাম্বার দেখার কোড হলো- *১৪০*২*৪#
- রবি সিমের এমবি দেখে কিভাবে - *৮৪৪৪*৮৮#
- রবি সিমের সকল প্যাকেজ দেখার কোড নাম্বর হলো- *১৪০*১৪#
- রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার হলো - ১২১
- রবি সিমের ফ্রি মিনিট দেখার কোড হলো - *২২২*৩#
- রবি সিমের বান্ডেল চেক করতে ডায়াল করুন - *১৪০*২৪#
- রবি সিমের মিনিট বান্ডেল চেক করতে ডায়াল করুন -*০#
উপরের কোডগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি রবি সিম ইউজার হয়ে থাকেন তাহলে উক্ত কোডগুলো সংরক্ষন করে রাখতে পারেন।
শেষকথাঃ
প্রিয় বন্ধুরা, এতক্ষন ধরে যারা মন দিয়ে আমাদের রবি সিমের মিনিট দেখে কিভাবে এবং রবি অফার বন্ধ করার নিয়ম পড়লেন তারা আশাকরি সবকিছু জেনে ফেলেছেন। আপনারা এ পোস্টে রবি সিমের সকল অফার সম্পর্কে ধারনা লাভ করেছেন বলে আশ করছি।
আপনাদের যদি রবি সিমের কোন অফার নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ন। এমন নিত্যনতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট সবসময় ভিজিট করুন। - ধন্যবাদ
আরো পড়ুনঃ
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url