ভিশন ব্লেন্ডার মেশিনের দাম বাংলাদেশ ২০২৪

ভিশন ব্লেন্ডার মেশিন দাম কত এটা জানার জন্য আমরা সকলেই সার্স করি। প্রিয় বন্ধুরা আজকে ভিশন কোম্পানির বেশ কয়েকটি ব্লেন্ডার মেশিনের দাম নিয়ে আলোচনা করবো। যারা ভিশন ব্লেন্ডার মেশিন কিনতে চান তারা সঠিক যায়গায় এসেছেন।
ভিশন ব্লেন্ডার মেশিনের দাম বাংলাদেশ ২০২৪

বর্তমানে যারা আধুনিক ভাবে কাজ করে বিশেষ করে রান্নার কাজে যারা থাকে তাদের জন্য ব্লেন্ডার একটি গুরুত্বপূর্ন ইলেকট্রিক ডিভাইস। ব্লেন্ডার দিয়ে যে কোন মসলা গুড়া করা, কোন কিছু পেস্ট করা, জুস বানানো, মাংস কিমা করা ইত্যাদি ছাড়াও হাজারো কাজ করা যায়। নিত্য প্রয়োজনীয় একটি সরঞ্জাম ব্লেন্ডার মেশিন নিয়ে আজকের পোস্ট, আশাকরি সকলে মন দিয়ে পড়বেন।

ভিশন ব্লেন্ডার মেশিনের দাম বাংলাদেশ

ভিশন বাংলাদেশের বেশ পরিচিত একটি কোম্পানি। ভিশন মূলত আর এফ এল কোম্পানির একটি ব্রান্ড। তবে ভিশনের যে সকল প্রোডাক্ট রয়েছে তা বেশ ভালো মানের। আজকে আপনাদের সামনে সেই ভিশন কোম্পানির ব্লেন্ডার মেশিনের দাম নিয়ে কথা বলব।

আগের যুগের লোকজন কোনকিছু ব্লেন্ড করতে হলে শিলপাটা অথবা ঢেকি ব্যবহার করত। কিন্তু বর্তমানে সকলে আধুনিকতার ছোয়ায় আগের যুগের ধ্যান ধারনা ভুলে গিয়ে কোন কিছু ব্লেন্ড করার জন্য বর্তমানে ব্লেন্ডার মেশিনের দিকে ঝুকছে। এর কারন হলো এক সময় কম লাগে অপরদিকে কোন প্রকার পরিশ্রম ছাড়াই ব্লেন্ড করা যায়।


আজকে অপনাদের সামনে ভিশন কোম্পানির চারটি ব্লেন্ডার নিয়ে আলোচনা করবো। ব্লেন্ডার সমূহের মডেলগুলো হলো- Vision Blender-RE-Deluxe PS, Vision Blender VIS-PBL-010, Vision Blender RE-VIS-SBL-011(Crushers)-Pro, Vision Blender RE-VIS-SBL-020-850W-(Typhoon). এ চারটি ব্লেন্ডার মেশিনের দাম ২০০০ টাক থেকে শুরু করে ৫০০০ টাকার ভিতরে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্লেন্ডার মেশিনগুলো কিনে নিতে পারেন।

Vision Blender VIS-PBL-010 | Vision New Blender price

বর্তমানে যে ব্লেন্ডারটি নিয়ে আলোচনা করবো এর মডেলের নাম হলো Vision Blender VIS-PBL-010. ব্লেন্ডারটির বর্তমান বাজার মূল্য হলো ১৮৯০ টাক। যারা কমদামে ভালো মানের ব্লেন্ডার খুঁজছেন এ ব্লেন্ডারটি মূলত তাদের জন্য। এর সাথে অন্য ব্লেন্ডারের তফাতের মাঝে একটি হলো এখানে ৫টি ফাংশন সহ বিভিন্ন গতি সম্পন্ন পিয়ানো সুইচের ব্যবস্থা। আপনাদের সুবিধার্থে Vision Blender VIS-PBL-010 মডেলের কিছু ফিচার তুলে ধরলাম-
  • মডেলের নামঃ Vision Blender VIS-PBL-010
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ থেকে ২৪০ ভোল্ট (এসি)
  • পাওয়ারঃ ৩০০ ওয়াট।
  • বর্তমান বাজার মূল্যঃ ১৮৯০ টাক।
  • ভালো মানের স্টেইনলেস স্টীল যা মরিচা প্রতিরোধে বেশ কার্যকর।
  • ১.৬ লিটারের বড় একটি স্বচ্ছ জার।
  • একটি ফাংশনের মধ্যে তিনটি আলাদা আলাদা সুবিধা ( জুসার, গ্রাইন্ডার এবং মিক্সার)
  • এতে রয়েছে আলাদা আলাদা গতি নিয়ন্ত্রন করার ব্যবস্থা।
  • আরো রয়েছে মোটরের অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা।
  • স্বাস্থ্য সুরক্ষার জন্য এখানে রয়েছে ১০০% ফুড গ্রেড রাবার গ্যাসকেট।
  • প্রতিটি অংশ পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা।
  • এখানে আরো পাবেন বিভিন্ন গতির ৫টি ফাংশন সহ পিয়ানো সুইচ।
  • আপনারা সুরক্ষা স্বরুপ পাবেন ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।
Vision New Blender price

Vision Blender-RE-Deluxe PS | ভিশন ব্লেন্ডার প্রাইস ইন বাংলাদেশ

এখন ভিশন কোম্পানির যে ব্লেন্ডার মেশিন নিয়ে আলোচনা করবো এর মডেল নম্বর হলো Vision Blender-RE-Deluxe PS. ভিশন কোম্পানির এ ব্লেন্ডার মেশিনটির বর্তমান মূল্য ২১৯০ টাকা। আপনারা ব্লেন্ডার মেশিনটির সাথে পাবেন শক্তিশালি CCA মটর। ব্লেন্ডারটিতে আপনারা আরো পাবেন ৩ টি আলাদা আলাদা জার। আপনাদের প্রয়োজনে Vision Blender-RE-Deluxe PS মডেলটির আরো কিছু ফিচার তুলে ধরলাম।
  • মডেলের নামঃ Vision Blender-RE-Deluxe PS
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ থেকে ২৪০ ভোল্ট (এসি)
  • পাওয়ারঃ ৩০০ ওয়াট।
  • বর্তমান বাজার মূল্যঃ ২১৯০ টাক।
  • ভালো মানের স্টেইনলেস স্টীল যা মরিচা প্রতিরোধে বেশ কার্যকর।
  • ১.৫ লিটারের বড় একটি স্বচ্ছ জার।
  • একটি ফাংশনের মধ্যে তিনটি আলাদা আলাদা সুবিধা ( জুসার, গ্রাইন্ডার এবং মিক্সার)
  • এতে রয়েছে আলাদা আলাদা গতি নিয়ন্ত্রন করার ব্যবস্থা।
  • আরো রয়েছে মোটরের অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা।
  • মোটরের মডেল হলো উচ্চ গতি সম্পন্ন CCA মটর।
  • স্বাস্থ্য সুরক্ষার জন্য এখানে রয়েছে ১০০% ফুড গ্রেড রাবার গ্যাসকেট।
  • প্রতিটি অংশ পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা।
  • এখানে আরো পাবেন ভালো মানের একটি ফিল্টার।
  • আপনারা সুরক্ষা স্বরুপ পাবেন ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।

Vision Blender RE-VIS-SBL-020-850W | ভিশন ব্লেন্ডার 850W দাম বাংলাদেশ

বর্তমানে ভিশন কোম্পানির যে ব্লেন্ডার মেশিনটি নিয়ে আলোচনা করবো এটি খুব ভালো মানের একটি ব্লেন্ডার। এর গঠনগত দিক খুবই মজবুত। তাছাড়াও এখানে যে মোটর ব্যবহার করা হয়েছে তা খুব উচ্চমানের গতি সম্পন্ন যার ঘুর্ণন গতি হলো ২০,০০০ আর.পি.এম (RPM)। এতে রয়েছে আলাদা তিনটি জারের ব্যবস্থা যেগুলো জুসার, মিক্সার ও গ্রাইন্ডারের জন্য। 

প্রথম চিত্রে ভিশন ব্লেন্ডার 850W এর ছবিটি দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে ভিশন কোম্পানির Vision Blender 850W মডেলটির আরো কিছু গুনাবলি তুলে ধরছি-
  • মডেলের নামঃ Vision Blender RE-VIS-SBL-020-850W
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ থেকে ২৪০ ভোল্ট (এসি)
  • পাওয়ারঃ ৮৫০ ওয়াট।
  • বর্তমান বাজার মূল্যঃ ৪,৮০০ টাকা।
  • ভালো মানের স্টেইনলেস স্টীল যা মরিচা প্রতিরোধ করতে সক্ষম।
  • ১.৫ লিটারের জুসার, ১.২ লিটার মিক্সার ও ০.৬ কেজির গ্রাইন্ডার জারের ব্যবস্থা।
  • এখানে রয়েছে ১৮ গেজের এসএস জারসহ ৬ মাথা সম্পন্ন উচ্চমানের স্টেইনলেস স্টীল ব্লেড।
  • এতে রয়েছে আলাদা আলাদা গতি নিয়ন্ত্রন করার ব্যবস্থা।
  • আরো রয়েছে মোটরের অতিরিক্ত হিট কন্ট্রোল ব্যবস্থা।
  • যার শব্দ কম পছন্দ করেন তাদের জন্য ব্লেন্ডারটি খুবই ভালো হবে।
  • ২০,০০০ আর পি এম এর ঘুর্ণনযোগ্য সম্পুর্ন কপারের তার দিয়ে তৈরি মটর, যা খুব শক্তিশালী।
  • স্বাস্থ্য সুরক্ষার জন্য এখানে রয়েছে ১০০% ফুড গ্রেড রাবার গ্যাসকেট।
  • প্রতিটি অংশ পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা।
  • আপনারা সুরক্ষা স্বরুপ পাবেন ১ বছরের ওয়ারেন্টি সুবিধা।

Vision blender 750w price in Bangladesh

এখন যে ব্লেন্ডারটি নিয়ে আলোচনা করবো এর মডেল হলো -Vision Blender RE-VIS-SBL-011(Crushers)-Pro. আজকের যে চারটি ব্লেন্ডার নিয়ে আলোচনা করলাম তার মাঝে এ ব্লেন্ডারটির চাহিদা অনেক বেশি। ভিশন কম্পানির এ ব্লেন্ডার মেশিনের কালার খুবই দারুন যা দর্শকের মন কেড়ে নিয়েছে যার ফলে এ পন্যের চাহিদাও বেশি।

ভিশন ব্লেন্ডার মেশিনের এ মডেলটির বর্তমান মূল্য হলো ৪৫০০ টাকা। যারা মোটামুটি ভালো মানের ব্লেন্ডার মেশিন খুঁজছেন এটি মূলত তাদের জন্য। আমরা আপনাদের সুবিধার্থে এ মডেলের আরো কিছু গুনাবলি আলোচনা করছি-
Vision blender 750w price in Bangladesh

  • মডেলের নামঃ Vision Blender RE-VIS-SBL-011(Crushers)-Pro
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ থেকে ২৪০ ভোল্ট (এসি)
  • পাওয়ারঃ ৭৫০ ওয়াট।
  • বর্তমান বাজার মূল্যঃ ৪,৫০০ টাকা।
  • ভালো মানের স্টেইনলেস স্টীল যা মরিচা প্রতিরোধ করতে সক্ষম।
  • ১.৪ লিটারের জুসার, ১.০ লিটার মিক্সার ও ০.৫ কেজির গ্রাইন্ডার জারের ব্যবস্থা।
  • ৬ মাথা সম্পন্ন উচ্চমানের স্টেইনলেস স্টীল ব্লেড।
  • এতে রয়েছে আলাদা আলাদা গতি নিয়ন্ত্রন করার ব্যবস্থা।
  • আরো রয়েছে মোটরের অতিরিক্ত হিট কন্ট্রোল ব্যবস্থা।
  • শব্দ কম পছন্দ করেন তাদের জন্য ব্লেন্ডারটি খুবই ভালো হবে।
  • ২০,০০০ আর পি এম এর ঘুর্ণনযোগ্য সম্পুর্ন কপারের তার দিয়ে তৈরি মটর, যা খুব শক্তিশালী।
  • স্বাস্থ্য সুরক্ষার জন্য এখানে রয়েছে ১০০% ফুড গ্রেড রাবার গ্যাসকেট।
  • প্রতিটি অংশ পরিষ্কার করার জন্য ব্যবস্থা।

ভিশন ব্লেন্ডার দাম বাংলাদেশে

শেষকথাঃ

আপনাদের সামনে সহজভাবে ভিশন কোম্পানির চারটি ব্লেন্ডার মেশিনের দাম তুলে ধরলাম আশাকরি পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। তবে সকলের উদ্দেশ্যে বলে রাখি আপনারা যখনি ব্লেন্ডার কিনবেন কয়েকটি দোকান যাচাই করে কিনবেন, তাহলে প্রতারিত হবেন না।

ভিশন কোম্পানির ব্লেন্ডার মেশিনগুলো তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। আর প্রতিটি পন্যের দামও কোম্পানি থেকে দেওয়া। যেহেতু প্রতিটি পন্যের দাম বর্তমানে পরিবর্তন হচ্ছে তাই তাদের ওয়েবসাইট থেকে দেখে আপনার পছন্দের ব্লেন্ডার মেশিনটি কিনবেন।

আজকের ভিশন ব্লেন্ডার মেশিনের দাম বাংলাদেশ পোস্ট পড়ে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্যনতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটি ভিজিট করবেন।-ধন্যবাদ

আরো পড়ুনঃ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url