ভিশন চার্জার ফ্যানের দাম ২০২২ | VISION Charger Fan price in BD
ভিশন চার্জার ফ্যানের দাম - প্রিয় বন্ধুরা বর্তমানে যে পরিমান গমর চলতেছে, আর তার উপর বিদ্যুতের লোডশেডিং সবমিলিয়ে আমাদের জীবন অনেকটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। আমাদের দেশে ছয় মাস থাকে গরম, এই গরমে তিব্র রোদে সারাদিন কাজ করে সন্ধায় বাসায় ফিরে যদি দেখি কারেন্ট নেই তাহলে সারাদিনের ক্লান্তি দুর হয় না। তাই গরমের এই তীব্রতায় নিজেকে কিছুটা ফ্রেশ রাখতে অনেকেই ঝুকছেন চার্জার ফ্যানের দিকে। আপনারা চাইলে আমাদের গুগল নিউজ ফলো করতে পারেন।
আমরা যারা গুগলে চার্জার ফ্যানের দাম সার্স করি তাদের জন্য মূলত আজকের (Vision Charger Fan price) ভিশন চার্জার ফ্যানের দাম নিয়ে আলোচনা করবো। আপনারা যদি পুরো পোস্টটি পড়ে থাকেন তাহলে ভিশন চার্জার ফ্যানের দাম সম্পর্কে ভালো একটি ধারনা পেয়ে যাবেন।
ভিশন চার্জার ফ্যানের দাম ২০২২
বিদ্যুতের সংকোটের কারনে সারা বাংলাদেশে চলতেছে লোডশেডিং। শহর এলাকায় যদিও বিদ্যুৎ কিছুটা বেশি থাকে কিন্তু গ্রামে লোডশেডিং এর পরিমান একটু বেশি। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপি এ বছর প্রচুর পরিমানে তাপমাত্রা বেড়ে গেছে। আর এ কারনে মানুষ একটু শান্তিতে থাকতে খোঁজ করতেছে নানা রকমের নিত্যনতুন পন্যের। যার ভেতরে চার্জার ফ্যান হলো একটি। তবে লোডশেডিং বাড়ায় দেশের কিছু অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। তাই ফ্যান কিনার আগে কিছুটা সতর্ক হয়ে দেখেশুনে চার্জার ফ্যানগুলো কেনার অনুরোধ করতেছি।
আরো পড়ুনঃ ওয়ালটন গ্যাসের চুলার দাম ২০২২।
ভিশন চার্জার ফ্যান কিন্তু আর.এফ.এল (RFL) এর একটি প্রোডাক্ট। তাই যারা গরমে চার্জার ফ্যান কিনার কথা ভাবছেন তারা অনায়াসে ভিশন চার্জার ফ্যানকে পছন্দের তালিকায় রাখতে পারেন। আজকের পোস্টে আমরা দুইটি ভিশন চার্জার ফ্যানের মডেল নিয়ে আলোচনা করব। একটি হলো ১২ ইঞ্চি ভিশন চার্জার ফ্যান । আরেকটি হলো ১৪ ইঞ্চি ভিশন চার্জার ফ্যান। ভিশনের ১২ ও ১৪ ইঞ্চির দুইটি মডেল খুবই সুন্দর আর অনেক সময় ধরে চার্জ ব্যাকাপ পাওয়া যায়। ফ্যানগুলোর বেশ কয়েকটি কালার রয়েছে আপনার পছন্দ মত আপনি রং নির্ধারন করতে পারবেন।চলুন দেখে আসি ফ্যান দুটির ফিচার গুলো-
VISION Rechargeable Table Fan 12" | Charger Fan price in BD
- মডেল নম্বরঃ ( Code- 900644)
- ব্রান্ড ঃ আর.এফ.এল (RFL)
- ফ্যানটির মূল্য ৩৫৫০ টাকা।
- সাইজঃ 300 mm/12"
- ব্যাটারিঃ ৬ ভোল্ট, ৪.৫ অ্যাম্পিয়ার।
- ব্লেড সংখ্যাঃ ৩ টি।
- পাওয়ার সাপ্লাইঃ এসি/ডিসি (AC/DC)
- USB চার্জের ব্যবস্থা রয়েছে ফ্যানটিতে।
- পাওয়ারঃ ২৪ ওয়াট।
- লো সুইচিং স্পীডঃ ২৮০ আরপিএম (280 RPM)
- হাই সুইচিং স্পীডঃ ১৪০০ আরপিএম (1400 RPM)
- চার্জের সময়ঃ ১২ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত।
- চার্জ ডিউরেশনঃ লাইট জ্বালালে ৭০ ঘন্টা থেকে ১২০ ঘন্টা চলবে। আর ফ্যান লো স্পীডে ২৫ ঘন্টা চলবে আর হাই স্পীডে ৩.৫ ঘন্টা পর্যন্ত চলবে।
- কালারঃ সাদা, আকাশি এবং নীল।
- অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ প্রোটেকশন ব্যবস্থা।
- সহজে বহনযোগ্য এবং মেরামত যোগ্য।
- লো স্পীড ও হাই স্পীড কন্ট্রোলিং ব্যবস্থা।
- আরো রয়েছে ৬ মাসের ওয়ারেন্টি সুবিধা।
VISION Rechargeable Table Fan 14'' | ভিশন ফ্যানের দাম
- মডেল নম্বরঃ ( Code- 900646)
- ব্রান্ড ঃ আর.এফ.এল (RFL)
- ফ্যানটির বর্তমান মূল্য ৪৩৭০ টাকা।
- সাইজঃ 350 mm/14"
- ব্যাটারিঃ ৬ ভোল্ট, ৭ অ্যাম্পিয়ার।
- ব্লেড সংখ্যাঃ ৫ টি।
- পাওয়ার সাপ্লাইঃ এসি/ডিসি (AC/DC)
- চার্জের সময়কালঃ ১২ ঘন্টা থেকে ১৫ ঘন্টা পর্যন্ত।
- ফ্যানটিতে USB চার্জের ব্যবস্থা রয়েছে ।
- পাওয়ারঃ ২৪ ওয়াট (W)।
- লো সুইচিং স্পীডঃ ২৮০ আরপিএম (280 RPM)
- হাই সুইচিং স্পীডঃ ১৪০০ আরপিএম (1400 RPM)
- চার্জ ডিউরেশনঃ লাইট জ্বালালে ৭০ ঘন্টা থেকে ১২০ ঘন্টা চলবে। আর ফ্যান নিম্ন গতিতে ২৫ ঘন্টা চলবে আর সর্বোচ্চ গতিতে ৩.৫ ঘন্টা পর্যন্ত চলবে।
- ফ্যানের কালারঃ আকাশি এবং নীল।
- অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ প্রোটেকশন ব্যবস্থা।
- সহজে বহনযোগ্য এবং মেরামত যোগ্য।
- লো স্পীড ও হাই স্পীড নিয়ন্ত্রন করার ব্যবস্থা।
- ৬ মাসের ওয়ারেন্টি সুবিধা।
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url