রংপুর জেলার দর্শনীয় স্থান সমূহ | Sightseeing places of Rangpur district

রংপুর জেলার দর্শনীয় স্থান নিয়ে অনেকে আমরা সার্স করে থাকি। বিশেষ করে যারা ভ্রমন পিপাষু তারা কিন্তু সুজগ পেলেই ঘুরতে যায় বিভিন্ন স্থানে। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলুন। আমরা অনেক সময় কাজের ব্যবস্থতার ফাঁকে অথবা বিভিন্ন উৎসবে ঘুরতে পছন্দ করি। আজকে আপনারা রংপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন।

রংপুরে আমরা যারা বসবাস করি আমরা অনেকে ঘুরতে যেতে চাই কিন্তু রংপুর জেলায় কোন কোন দর্শনীয় স্থান আছে আমরা জানি না। আবার যারা দেশের অন্য জেলাগুলোতে থাকেন তারাও কিন্তু বিভিন্ন প্রয়োজনে দর্শনীয় স্থানগুলো ভ্রমন করে থাকেন। তাই আজকে আপনাদের জন্য আজকের এই আলোচনা। আপনারা যদি পুরো পোস্ট পড়েন তাহলে রংপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। আমাদের গুগল নিউজ ফলো করুন।

রংপুর জেলার দর্শনীয় স্থান সমূহ | Sightseeing places of Rangpur district

রংপুর জেলার দর্শনীয় স্থান সমূহ

রংপুর জেলা উত্তর জনপদের একটি গুরুত্বপূর্ন জেলা। রংপুর জেলায় বিভিন্ন স্থানে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। যেখানে মানুষ কাজের ফাঁকে, পিকনিকে, পরিবার নিয়ে ঘুরতে এ সকল দর্শনীয় স্থান গুলো ব্যবহার করে থাকে। চলুন জেনে নেই রংপুর জেলার দর্শনীয় স্থানের নামগুলো।
  • রংপুর কারমাইকেল কলেজ।
  • তাজহাট জমিদার বাড়ি।
  • দেবী চৌধুরানীর রাজবাড়ী।
  • রংপুর জাদুঘর।
  • রংপুর কেরামতিয়া মসজিদ।
  • লালদিঘি নয় গম্বুজ মসজিদ।
  • মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার।
  • রংপুর চিড়িয়াখানা।
  • চিকলি ওয়াটার পার্ক।
  • ঘাঘট সেনা প্রয়াস পার্ক।
  • আলী বাবা থিমপার্ক।
  • আনন্দ নগর পার্ক।
  • সুরভী উদ্যান।
  • তিস্তা সড়ক ও রেল সেতু।
  • মহিপুর ঘাট রংপুর।
  • বেগম রোকেয়ার বাড়ি (পায়রাবন্দ)।
  • ভিন্ন জগৎ।
রংপুর জেলার বিভিন্ন স্থানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এ দর্শনীয় স্থানগুলো। আমরা রংপুরবাসী হয়তো এগুলোর অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু যারা অন্য জেলার মানুষ তারা কিন্তু রংপুরের দর্শনীয় জায়গা সম্পর্কে জানে না। তাই ভ্রমন পিপাষু সকল লোকদের জন্য আজকের একই পোস্ট। আপনারা অবশ্যই রংপুর জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে ভুলবেন না।


তবে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রংপুর শহরের খুব কাছাকাছি সেসকল স্থানের লোকেশন এবং কিভাবে যাতায়াত করবেন সে সম্পর্কে একটু আলোচনা করি। যদিও বর্তমানে গুগল ম্যাপের সাহায্য নিয়ে সকল স্থানে ঘুরাঘুরি করা যায়। যারা গুগল ম্যাপ চালাতে পারেন না তারা আমাদের তথ্য অনুসরন করতে পারেন।

✅ রংপুর চিড়িয়াখানাঃ আপনারা প্রথমে রংপুর শহরের প্রানকেন্দ্র জাহাজ কোম্পানিতে আসবেন। সেখানে এসে যদি কোন অটো রিস্কাকে বলেন রংপুর চিড়িয়াখানা যাবেন তাহলে ১০ টাকা ভাড়ার বিনিময়ে আপনারেক রংপুর চিড়িয়াখানায় নিয়ে যাবে।

✅ রংপুর সুরভী উদ্যানঃ সুরভী উদ্যান যেতে হলে আপনাকে রংপুর শহরে এসে জাহাজ কোম্পানীতে নেমে কোন অটো রিস্কাওলাকে বললে ১০ টাকার বিনিময়ে রংপুর সুরভী উদ্যানে নিয়ে যাবে।

✅ চিকলি ওয়াটার পার্কঃ আপনি যদি রংপুর শহরে বিনোদন নিতে যান তাহলে অবশ্যই চিকলি ওয়াটার পার্কে যাওয়ার অনুরোধ করছি। এখানে যাওয়ার জন্য আপনি জাহাজ কোম্পানি থেকে ২০ টাকা দিয়ে অটো রিক্সার মাধ্যমে যেতে পারবেন। 

বলে রাখি যারা অন্যজেলা থেকে ঘুরতে আসবেন, রংপুর চিড়িয়খানা, সুরভী উদ্যান ও চিকলি ওয়াটার পার্ক একই রোডে এবং মোটামুটি একটা থেকে আরেকটার দূরুত্ব খুবই কম। আপনি ইচ্ছে করলে একই সাথে তিন যায়গায় ঘুরতে পারবেন আলাদা আলাদা সময়ে।


✅ তাজহাট জমিদার বাড়িঃ রংপুর শহরে এস আপনি যদি জাহাজ কোম্পানি থেকে যে কোন অটো বা রিক্সাকে বলেন যে তাজহাট জমিদার বাড়ি যাবেন তাহলে তারা ৩০ টাকার বিনিময়ে আপনাকে তাজহাট জমিদার বাড়িতে নিয়ে যাবেন।

কেরামতিয়া মসজিদ রংপুরঃ অনেকে আছেন যারা পুরাতন মসজিদ গুলতে ঘুরতে বা নামাজ পড়তে পছন্দ করে থাকেন। আপনারা যদি রংপুরে এমন কোন মসজিদ খুজেন তাহলে প্রথমে আপনাকে কেরামতিয়া মসজিদকেই বাছাই করতে হবে। আপনি কেরামতিয় মসজিদে যাওয়ার জন্য জাহাজ কোম্পানী মোড়ে যে কোন অটো বা রিক্সাতে উঠে কাচারি বাজার যাবেন। যেখান থেকে হেটেই আপনি কেরামতিয়া মসজিদে চলে যেতে পারবেন।

ঘাঘট সেনা প্রয়াস পার্কঃ আপনি যদি ঘাঘট সেনা প্রয়াসে যেতে চান তাহলে ধাপ চেকপোস্টে গিয়ে যে কোন অটোতে উঠে ২০ টাকার বিনিময়ে ঘাঘট সেনা পার্কে যেতে পারেন। আর যদি রিক্সাতে জান তাহলে আপনাকে ৩০ থেকে ৪০ টাকা খরচ করে  এ পার্কে যেতে হবে।

রংপুর জেলার দর্শনীয় স্থান সম্পর্কে অনেকটা ধারনা পরিষ্কার হলো। আপনার এ সকল যায়গায় যাওয়ার জন্য গুগল সার্স করেও লোকেশন দেখে যেতে পারেন। আজকের পোস্টটি আশাকরি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি কোন বিষয় নিয়ে প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url