মিয়াকো কফি মেকারের দাম | coffee maker price in Bangladesh

মিয়াকো কফি মেকারের দাম ২০২২- আমরা যারা অফিসে বা বাসায় কাজ করে ক্লান্ত, নিজের শরীরের প্রশান্তির জন্য হলেও দিনে দুই তিনবার চা অথবা কফি পান করে থাকি। বর্তমানে যারা একটু নিজেকে আধুনিক বলে দাবি করে তারা চা এর তুলনায় কফিকে পছন্দের তালিকায় এগিয়ে রাখেন। আপনারা আমাদের গুগল নিউজ ফলো করতে পারেন।

আমরা যারা কফি খেয়ে থাকি তারা অনেক সময় কফি বানানোর জন্য কফি মেকারের দাম জানতে চাই। আর তাই আপনাদের জন্য বাংলাদেশের একটি ভালো মানের কোম্পানির কফি মেকারের দাম নিয়ে আলোচনা করবো। আজকে আপনাদের সামনে মিয়াকো কোম্পানির কয়েকটি কফি মেকারের দাম উল্ল্যেখ করবো যারা মিয়াকো কফি মেকারের দাম (coffee maker price in Bangladesh) লিখে গুগলে সার্স করে থাকেন আজকের পোস্টটি মূলত তাদের জন্য।

মিয়াকো কফি মেকারের দাম ২০২৩

আজকের পোস্টে মিয়াকো কোম্পানির যে কফি মেকারগুলো নিয়ে আলোচনা করবো এগুলোর দাম তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার ভিতরে। যারা বাসাবাড়িতে কোন প্রকারের চাপ ছাড়াই কফি বানাতে চান তারা মিয়াকো কোম্পানির কফি মেকারগুলো ক্রয় করার তালিকায় রাখতে পারেন। আজকে আমরা আপনাদের সামনে Coffee Maker CM - 327, Coffee Maker CM-325, Espresso Coffee Maker CM-2009, Espresso Coffee Maker CM-2020A এ চারটি কফি মেকারের বিস্তারিত আলোচনা করবো।

আরো পড়ুনঃ ভিশন চার্জার ফ্যানের দাম ২০২২।

কফি মেকারের দাম | Miyako Coffee Maker CM - 327

মিয়াকো কোম্পানির এ কফি মেকারটি দেখতে অনেক সুন্দর। Coffee Maker CM - 327 মডেলটি মুলত ইলেকট্রিক্যাল টাইপের। কফি মেকারটি ২২০ থেকে ২৪০ ভোল্টে পরিচালিত হতে পারে। কফি মেকারটি মূলত ১০০০ ওয়াটের হয়ে থাকে। এখনে ফিল্টার, চামচ, ফানেল ও গ্লাস জগ রয়েছে। মিয়াকো কোম্পানির Coffee Maker CM - 327 মডেলটির মূল্য ২৯০০ টাকা। আমরা আপনাদের সুবিধার্থে এ কফি মেকারটির আরো কিছু বৈশিষ্ট তুলে ধরছি।

  • মডেলঃ Coffee Maker CM - 327
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট।
  • পাওয়ারঃ ১০০০ ওয়াট।
  • ধারনক্ষমতাঃ ১২ থেকে ১৫ কাপ।
  • কাজের ধরনঃ অটোমেটিক।
  • মূল্যঃ ২৯০০ টাকা।
  • স্বয়ংক্রিয় বন্ধ করার সুইচ।
  • অতিরিক্ত তাপ রক্ষা করার ক্ষমতা।
  • পানির নির্ধারিত লেভেল ইন্ডিকেটর ব্যবস্থা।
  • অটো নন স্টিক ওয়ার্মিং প্লেট দিয়ে গরম রাখার ব্যবস্থা।
  • স্থায়ী হ্যান্ডেল ফিল্টারের সুব্যবস্থা।
  • এই কফি মেকারের সাহায্যে ব্লাক কফি ও রং চা তৈরি করা যায়।
  • এ কফি মেকারে হট প্লেট থাকায় কফি সবসময় গরম রাখা যায়।
  • কোন প্রকারের ফেনা ছাড়াই কফি তৈরি করা যায়।
  • ১ বছর কয়েলের গ্যারান্টি থাকছে এ মডেলের কফি মেকারে।
  • ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
মিয়াকো কফি মেকারের দাম

Miyako Coffee Maker CM-325 | কফি মেকারের বাংলাদেশ মূল্য

আপনাদের সামনে বর্তমানে যে কফি মেকারটি নিয়ে আলোচনা করবো এর মডেল নং হলো- Coffee Maker CM-325। বর্তমানে মিয়াকো কোম্পানির এ কফি মেকারটির বাজার মুল্য ২৮৩০ টাক। এ কফি মেকারটি দেখতে খুবই সুন্দর এবং এটি দেখতে অনেক স্মার্ট। Coffee Maker CM-325 মডেলটিতে রয়েছে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের ক্ষমতা, রয়েছে থার্মোস্ট্যাট ও থার্মো ফিউজ। আপনাদের সুবিধার্থে আমরা Coffee Maker CM-325 মডেলটির আরো কিছু বৈশিস্ট্য তুলে ধরছি। উপরে মডেলটির চিত্র দেখানো হয়েছে-

  • মডেলঃ Coffee Maker CM-325
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট।
  • পাওয়ারঃ ১০০০ ওয়াট।
  • ধারনক্ষমতাঃ ১০ থেকে ১২ কাপ।
  • কাজের ধরনঃ অটোমেটিক।
  • মূল্যঃ ২৮৩০ টাকা।
  • স্বয়ংক্রিয় বন্ধ করার সুইচ।
  • অতিরিক্ত তাপ রক্ষা করার জন্য থার্মোস্ট্যাট।
  • পানির নির্ধারিত লেভেল ইন্ডিকেটর ব্যবস্থা।
  • নন স্টিক ওয়ার্মিং প্লেট দিয়ে গরম রাখার ব্যবস্থা।
  • স্থায়ী হ্যান্ডেল ফিল্টারের সুব্যবস্থা।
  • ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এ মডেলে।

Espresso Coffee Maker CM-2009 | কফি মেকার মেশিনের দাম

মিয়কো কোম্পানির যে কফি মেকারের দাম নিয়ে আলোচনা করবো এর মডেল নম্বর হলো Espresso Coffee Maker CM-2009 । এ কফি মেকারটির বর্তমান দাম হলো ৯৬৫০ টাকা। যারা একটু বেশি বাজেট দিয়ে কফি মেকার কিনার কথা ভাবছেন তারা কিন্তু অনাআসে Espresso Coffee Maker CM-2009 মডেলের কফি মেকারটিকে পছন্দের তালিকায় রাখতে পারেন। এ মডেলটিতে রয়ে কিছু অসাধারন ফিচার, যেমন- ওভার প্রেসার ও ওভার হীট সংরক্ষন করার সুবিধা, রয়েছে ১.৫ লিটারের একটি বড় জগের ব্যবস্থা, কালো ও রুপালী দুটি আলাদা রঙ্গে কিনতে পারবেন এ মডেলের কফি মেকারটি। আমরা আপনাদের সুবিধার্থে এর আরো কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধরছি।

  • মডেলঃ Espresso Coffee Maker CM-2009
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট ও ৫০ Hz
  • পাওয়ারঃ ১০৫০ ওয়াট।
  • কালারঃ কালো ও রুপালী।
  • ধারনক্ষমতাঃ ১.৫ লিটার।
  • ১ এবং ২ কাপ গ্রাউন্ড কফি।
  • কাজের ধরনঃ অটোমেটিক।
  • মূল্যঃ ৯৬৫০ টাকা।
  • স্বয়ংক্রিয় বন্ধ করার সুইচ।
  • অতিরিক্ত তাপ রক্ষা করার ক্ষমতা।
  • পানির নির্ধারিত লেভেল ইন্ডিকেটর ব্যবস্থা।
  • আলাদাভাবে বিচ্ছিন্ন পানির জগের ব্যবস্থা।
  • অটো নন স্টিক ওয়ার্মিং প্লেট দিয়ে গরম রাখার ব্যবস্থা।
  • স্থায়ী হ্যান্ডেল ফিল্টারের সুব্যবস্থা।
  • অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং ফিল্টার হোল্ডার।
  • সহজে পরিষ্কার করার জন্য রয়েছে বিচ্ছিন্ন ট্রের ব্যবস্থা।
  • এই কফি মেকারের সাহায্যে ব্লাক কফি ও রং চা তৈরি করা যায়।
  • এ কফি মেকারে হট প্লেট থাকায় কফি সবসময় গরম রাখা যায়।
  • কোন প্রকারের ফেনা ছাড়াই কফি তৈরি করা যায়।
  • ১ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এ কফি মেকারে।
কফি মেকার মেশিনের দাম

Espresso Coffee Maker CM-2020A | কফি মেশিনের দাম কত

যারা কফি মেশিনের দাম লিখে সার্স করেন আপনাদের জন্য মিয়াকোর Espresso Coffee Maker CM-2020A নিয়ে আলোচনা করবো। মিয়াকো কোম্পানির এ কফি মেকারটিতে রয়েছে কিছু অত্যাধুনিক ফিচার। মডেলটির বর্তমান মূল্য ৯৮০০ টাকা। এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে তা ইতালির তৈরি। দুধ frothing ফাংশন রয়েছে এ মডেলটিতে। আমরা আপনাদের সুবিধার্থে মিয়াকো কোম্পানির Espresso Coffee Maker CM-2020A মডেলটির আরো কিছু বৈশিষ্ট তুলে ধরছি। 

  • মডেলঃ Miyako CM-2010
  • অপারেটিং ভোল্টেজঃ ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট ও ৫০ Hz
  • পাওয়ারঃ ১০৫০ ওয়াট।
  • কালারঃ কালো ও রুপালী।
  • স্টেইনলেস স্টীলের তৈরি তাই মরিচা ধরার সম্ভবনা নাই বললেই চলে।
  • ধারনক্ষমতাঃ ১.৫ লিটার।
  • ১ এবং ২ কাপ গ্রাউন্ড কফি।
  • কাজের ধরনঃ অটোমেটিক।
  • মূল্যঃ ৯৮০০ টাকা।
  • স্বয়ংক্রিয় বন্ধ করার সুইচ।
  • অতিরিক্ত তাপ রক্ষা করার ক্ষমতা।
  • পানির নির্ধারিত লেভেল ইন্ডিকেটর ব্যবস্থা।
  • আলাদাভাবে বিচ্ছিন্ন পানির জগের ব্যবস্থা।
  • অটো নন স্টিক ওয়ার্মিং প্লেট দিয়ে গরম রাখার ব্যবস্থা।
  • স্থায়ী হ্যান্ডেল ফিল্টারের সুব্যবস্থা।
  • অ্যালুমিনিয়াম ডাই কাস্টিং ফিল্টার হোল্ডার।
  • সহজে পরিষ্কার করার জন্য রয়েছে বিচ্ছিন্ন ট্রের ব্যবস্থা।
  • এই কফি মেকারের সাহায্যে ব্লাক কফি ও রং চা তৈরি করা যায়।
  • এ কফি মেকারে হট প্লেট থাকায় কফি সবসময় গরম রাখা যায়।
  • ১ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এ কফি মেকারে।

মিয়াকো কফি মেকারের বর্তমান দাম জানুন


দর্শকদের জন্য বলে রাখা ভালো যেহেতু বর্তমানে প্রতিটি পন্যের দাম বৃদ্ধিতে রয়েছে। তাই কফি মেকার কিনতে অবশ্যই দোকানদারের সাথে দামাদামি করে কিনবেন। আপনারা সহজে কোম্পানিরে নিজস্ব ওয়েবসাইটে গিয়েও সঠিক মূল্য সম্পর্কে জানতে পারেন। এতে করে আর প্রতারিত হওয়ার সম্ভবনা থাকবে না।


আপনারা যারা এতক্ষন ধরে আমাদের পোস্টটি পড়ছেন আশাকরি কফি মেকারের দাম নিয়ে একটি ভালো ধারনা পেয়েছেন। আমাদের লেখনিতে কোন ধরনের সমস্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি মিয়াকো কফি মেকারের দাম নিয়ে কোন কনফিউশন থাকে আমাদের অবশ্যই জানাবেন। এমন নিত্যনতুন পোস্ট পেতে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url