কলাবাড়ী যিনাতুন নিসা মোহসিনিয়া বালিকা মাদ্রাসা
সকল প্রশংসা ঐ আল্লাহ রাব্বুল আলামীনের যিনি আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন এবং মানব জাতির মধ্য থেকে কিছু কিছু বান্দাকে আলেম হিসাবে পাঠিয়েছেন, তথা শ্রেষ্ঠ নবীর গুরু দায়িত্ব দিয়ে নবীর ওয়ারিশ হিসেবে নির্ধারণ করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম মানব জাতীর দূত মহানবী (সঃ) এর উপর। যার উপর মহান আল্লাহ তা’য়ালা মানব মুক্তির সনদ হিসাবে আল-কুরআন নাজিল করেছেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে বিশ্বের মুসলিম জাতি উক্ত শান্তির বাণি কুরআন শরিফকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহন না করার কারণে অশান্তির করালগ্রাসে দিশেহারা। অতএব পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিটি মুসলমানের জন্য ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের বানী ও রাসূল (সঃ) এর আদর্শ বাস্তবায়নের বিশেষ প্রয়োজন। তাই আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের উত্তরসূরী ছেলেমেয়েদের জীবনে কুরআন ও হাদিসের স্থায়ী ব্যবস্থাপনা ও শিক্ষা-দিক্ষা হাতে কলমে এবং স্বল্প সময়ে উন্নত পরিবেশে পাঠদানের লক্ষ্যে আল্লাহ তায়ালার উপর ভরসা করে কলাবাড়ী যিনাতুন নিসা মোহসিনিয়া বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
আমাদের আদর্শ ও চিন্তাধারা
- আক্বীদা ও বিশ্বাসগত ভাবে আমরা কুরআন-সুন্নাহ, সাহাবায়ে কেরাম (রাঃ) ও সালফে সালেহীন তথা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, আমাদের মাযহাব হানাফী, দারুল উলুম দেওবন্দ আমাদের আদর্শ ও তার মূলনীতি আমাদের মূলনীতি।
- আরবীকে সর্বাধিক গুরুত্ব এবং মাতৃভাষা বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া, পাশাপাশি উর্দূ, ইংরেজী প্রভৃতি ভাষা ও কম্পিউটার শিক্ষাসহ যুগের চাহিদা অনুপাতে শিক্ষাদানের কার্যকরী ব্যবস্থা গ্রহন।
- দেশের বিজ্ঞ ও খ্যাতনামা উলামায়ে কেরামগণের সমন্বয়ে গঠিত মজলিসে শুরার পরামর্শক্রমে ক্বাওমী মাদ্রাসার বর্তমান হিসাবে (সিলেবাস) সামান্য রদবদল করে ক্লাস ভিত্তিক আধুনিক শিক্ষা সমন্বয়ে ৮/১০ বৎসরে দাওরায়ে হাদীস সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা।
- দ্বীনের হেফাজত, তাবলীগ ও প্রচার প্রসারের লক্ষে যোগ্য লেখিকা, গবেষীকা হিসেবে এমন আত্ননির্ভর আলেমা বা আলমকারীনি তৈরী করা যারা দেশ জাতী ও ইসলামের জন্য এবং সর্বস্থরে দ্বীন কায়েমের লক্ষে জীবন উৎসর্গ করতে থাকবে সদা নিবেদিত।
- সকল ছাত্রীর প্রতিটি আচরণে, লেবাস পোষাক এবং সব ধরনের কার্যক্রম প্রকৃত ও পূর্ণাঙ্গ সুন্নতের অনুসারী হওয়া।
আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ
- দারুল উলূম দেওবন্দ ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসারে পাঠদান।
- পূর্ণ শরয়ী পর্দা ও নিরাপত্তা বেষ্টিতে পরিবেশে পাঠদান ও আবাসিক অবস্থান।
- সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা দ্বারা তালিম ও তরবিয়াতের ব্যবস্থা।
- কওমী মাদ্রাসা বোর্ডের অধীনে বৃত্তি দেওয়ার ব্যবস্থা।
- তিন বেলা স্বাস্থ্য সম্মত উন্নত ও রুচিশীল খাবার পরিবেশন।
- প্রতিযোগিতামূলক লেখা-পড়ার উন্নতির লক্ষে আকর্ষনীয় পুরষ্কারের ব্যবস্থা।
- ইসলামী বিনোদনের মাধ্যমে বহুমূখী প্রতিভা প্রকাশের ব্যবস্থা।
বর্তমান বিভাগ সমূহ
- নূরানী মক্তব
- নাজেরা বিভাগ
- হিফজুল কুরআন
- কিতাব বিভাগ দাওরায়ে হাদিীস পর্যন্ত( বাংলা, অংক, ইংরেজী অষ্টম শ্রেনীসহ)
অভিভাবকগনের প্রতি আমাদের কিছু নির্দেশনা
- ঘনঘন ছাত্রীকে বাড়ীতে নিয়ে যাওয়া থেকে বিরত থাকা বাঞ্চনীয়।
- নির্ধারিত সময় ও যথাযথ নিয়ম ব্যতিত কোন ছাত্রীর সঙ্গে সাক্ষাত বা টেলিফোনে যোগাযোগ করা যাবে না। নিধারিত সময় প্রত্যেক শুক্রবার সকাল ৮টা হতে ১২টা, বিকাল আছরের পর হতে সন্ধ্যা পর্যন্ত। এছাড়া একান্ত প্রয়োজনে অন্য সময়ে আছর থেকে মাগরিব পর্যন্ত সাক্ষাত ও যোগাযোগ করার সুযোগ থাকবে।
- সম্মানিত মহিলা অভিভাবকদের যথা সম্ভব কম আসা যাওয়া করাই শ্রেয়। তবে একান্ত যাদের না আসলেই নয়, তারা মেহেরবানী পূর্বক চেহারা উন্মুক্ত না রেখে ইসলামী শরিয়া মোতাবেক পোষাক পরিচ্ছদ সহকারে প্রতিষ্ঠানে আসতে পারবেন।
- মাহরাম অভিভাবক ব্যতিত কোন ছাত্রী অন্য কারো সঙ্গে যাতায়াত, যোগাযোগ ও স্বাক্ষাতের অনুমতি নেই।
শিক্ষাবর্ষ ও পরীক্ষা
- প্রতি বৎসর শাওয়াল মাসে শুরু হয়ে রমযান মাসে শেষ হবে।
- প্রতি বৎসর ১ম সাময়িক, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ফলাফলে মেধা স্থান প্রাপ্ত ও সর্বাধিক উপস্থিত ছাত্রীদের পুরস্কৃত করা হবে।
উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url