NTVQF Level-1 Assessment process| পরীক্ষা পদ্ধতি

আমরা যারা আমাদের দক্ষতা বৃদ্ধির কোর্সগুলো সম্পন্ন করতে চাই আমাদের মনে প্রশ্ন আসতে পারে পরীক্ষাপদ্ধতির কথা। NTVQF Level-1 এর পরীক্ষা পদ্ধতি একটু ভিন্ন রকমের। যদিও CBT & A System এ পরীক্ষা বলতে কিছু নেই। এখানে ছাত্র/ছাত্রী মূল্যায়ন করা হয় Assessment পদ্ধতির মাধ্যমে। পরীক্ষা ও এসেসমেন্ট পদ্ধতির পার্থক্য হলো, আমরা ছোট বেলা থেকে এ পর্যন্ত অনেক পরীক্ষা দিয়েছি। সে পরীক্ষায় দেখা গেছে পাশ নম্বর ছিল ৪০% অথবা ৩৩% এ। 

কিন্তু Assessment পদ্ধতিতে আপনার মূল্যায়ন অনেক কঠিনভাবে করা হয়ে থাকে। আপনি যে অকুপেশনে কাজ করছেন অথবা কাজ শিখেছেন সে কাজ সম্পর্কে ১০০% জানা আছে কিনা এটাই মূলত Assessment পদ্ধতির মাধ্যমে যাচাই করা হয়ে থাকে। আপনি তখনি এ পদ্ধতিতে সফলতা পাবেন যখন একটা বিষয় সম্পর্কে আপনার সুনির্ধারিত ধারনা অবশ্যই থাকবে।

আরো পড়ুনঃ সোলার প্যানেল বসানোর নিয়ম।

আবার পরীক্ষা পদ্ধতির সাথে এর তফাত হলো পরীক্ষায় পাস/ফেল করার জন্য বিভিন্ন গ্রেডিং পদ্ধতি চালু আছে কিন্তু Assessment পদ্ধতিতে ফলাফল শুধু মাত্র দুই ধরনের হয়ে থাকে। একটি হলো Competent (C) অপরটি হলো  Not Yet Competent (NC)। যারা Competent হয়ে থাকে তারা কাজ জানে বলে নির্বাচিত হয়। আর যারা  Not Yet Competent হয় তারা ফেল বলে বিবেচিত হয়, যদিও  Not Yet Competent হলে শুধু যে বিষয়ে সে Competent হতে পারে নি সে অংশটি পরবর্তিতে যে কোন সময়ে আবেদন করে সম্পন্ন করা যায়। আজকে আলোচনা করবো NTVQF Level-1 Assessment process কয়টি ধাপে সম্পন্ন হয়ে থাকে-

NTVQF Level-1 Assessment process| NTVQF Level-1 পরীক্ষা পদ্ধতি


NTVQF Level-1 Assessment মূলত তিনটি ধাপে সম্পন্ন করা হয়ে থাকে-

  1. লিখিত/Theory অংশ
  2. ব্যবহারিক/Demo অংশ
  3. মৌখিক/Oral অংশ
লিখিত/Theory অংশ: আপনাদের Assessment এর প্রথম পদক্ষেপ হলো লিখিত/Theory অংশ। আপনাদেরকে ৩০টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে ৩০টি প্রশ্ন MCQ টাইপের হতে পারে। আবার এমন প্রশ্ন হয় যেখানে ২৫টি প্রশ্ন MCQ টাইপের আর ৫টি প্রশ্ন লিখিত আকারের হতে পারে। তবে লিখিত অংশের সময় পাবেন মাত্র ৪০মিনিট।


ব্যবহারিক/Demo অংশ: আপনাদের Assessment এর দ্বিতীয় পদক্ষেপ হলো ব্যবহারিক/Demo অংশ। এখানে আপনাদের একটা প্রশ্নপত্র দেওয়া হবে, যেখানে সময় উল্লেখ থাকবে ৪ঘন্টা। এ ৪ঘন্টার ভিতরে আপনাদেরকে একটি ব্যবহারিক কাজ সম্পন্ন করতে হবে। প্রশ্নের মধ্যে একটি লে-আউট ও একটি সার্কিট ডায়াগ্রাম দেয়া থাকবে। আপনাদেরকে লে-আউট অনুযায়ী আপনাদের হুবহু কাজটি সম্পন্ন করে দিতে হবে। তবে মজার ব্যপার হলো আরেকটি চিত্র দেয়া থাকবে যেখানে সার্কিটের চিত্র দেয়া থাকবে আপনারা সে চিত্র দেখে কোথায় কোথায় সংযোগ করতে হবে সেটা বুঝতে পারবেন। আপনাদের কাজ হলো সময়ের মধ্যে কাজটি সুন্দর করে সম্পন্ন করে দেওয়া। কাজ করার সময় মনে রাখবেন ছোটখাটো কোন ভূল যেন না হয়, এগুলোই মূলত লক্ষকরে থাকে যারা Assessor হিসেবে আসবে তারা। আপনি সবসময় ব্যবহারিকটি নিখুতভাবে করার চেষ্টা করবেন।


মৌখিক/Oral অংশ: আপনি যে কাজ পারেন তার উপর খুটিনাটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তবে যে ব্যবহারিকটি আসছে তার উপর বেশিরভাগ প্রশ্ন করা হয়, তাছাড়া সার্কিটে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তবে এ অংশে আপনাকে যথেষ্ট সাহসিকতার সাথে উত্তরগুলো প্রদান করতে হবে।

আপনি যদি এ তিনটি অংশে আপনার যোগ্যতা দেখাতে পারেন তাহলে আপনি Competent (C) বলে বিবেচিত হবেন। আর যদি থিওরিতে ফেল করেন তাহলে আপনাকে Not Yet Competent (NC) বলে বিবেচনা করা হবে। তবে কেউ যদি ব্যবহারিকে Competent হতে না পারে তাকে ব্যবহারিকের সাথে মৌখিকেও Not Yet Competent (NC) দেখানো হয়ে থাকে।


তবে এখানে মজার ব্যপার হলো যেদিন Assessment সম্পন্ন হবে সেদিন আপনাদের কে একটি কার্স প্রদান করা হবে, যেটা মূল সার্টিফিকেট বা সনদ না পাওয়া পর্যন্ত আপনারা যে কোন যায়গায় ব্যবহার করতে পারবেন। Assessment দিন থেকে ১৫ দিনে পরে আপনারা NTVQF ওয়েবসাইট থেকে অনলাইন সনদ গ্রহন করতে পারবেন। আর তিনমাস পরে আপনারা যেখানে Assessment দিবেন সেখানে বোর্ড থেকে সনদ পাঠিয়ে দেওয়া হয়। আপনারা তিনমাস পরে Assessment সেন্টার থেকে মূল সার্টিফিকেট তুলে আনতে পারেন। আমাদের গুগল নিউজ অনুসরন করতে পারেন।

এখানে শুধু NTVQF Level-1 Assessment process আলোচনা করা হলেও Level-2, Level-3, Level-4 একই পদ্ধতিতে নেওয় হয়ে থাকে, শুধু সিলেবাস বা কম্পিটেন্সি স্টান্ডার্ড আলাদা হয়ে থাকে।

আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষন মনদিয়ে পোস্ট পড়ার জন্য। আপনারা যদি আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হন তাহলে আমাদের লিখনির কষ্টটা সফল ও সার্থক হবে। ধন্যবাদ সকলকে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url