ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রোজেক্ট আইডিয়া | 20+ Project Idea for Electrical Engineering

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রোজেক্ট আইডিয়া-আমাদের সকলের ইঞ্জিনিয়ারিং পড়ার আগ্রহ থাকে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া অনেকের ছোট বেলা থেকে স্বপ্নের মত। কোনমতে এস এস সি এর গোন্ডি পেরিয়ে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যাই। অনেকে এইচ এস সি শেষ করে বি এস সি ইন ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকে। আমাদের ভিতরে কৌতুহল থাকে কিভাবে বিদ্যুৎ বিভাগের কাজগুলো হয়। আমরা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রোজেক্ট সমূহ নিয়ে আলোচনা করবো, যারা ছোট ছোট কাজ করার মাধ্যমে নিজেদেরকে অনেক বড় অভিজ্ঞ করে তুলতে চান তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো চলুন শুরু করি-

20+ Project Idea for Electrical Engineering

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রোজেক্ট আইডিয়া

  1. একটি সুইচ দ্বারা একটি লোডকে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  2. একটি সুইচ দ্বারা দুইটি বাতি বা লোডকে সিরিজে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  3. একটি সুইচ দ্বারা দুইটি বাতি বা লোডকে সিরিজে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  4. একটি সুইচ দ্বারা দুইটি বাতি বা লোডকে প্যারালালে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  5. দুইটি সুইচ দ্বারা দুইটি বাতি বা লোডকে প্যারালালে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  6. তিনটি সুইচ দ্বারা তিনটি বাতি বা লোডকে প্যারালালে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  7. একটি বাতিকে দুইটি সুইচ দ্বারা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রনের দক্ষতা অর্জন।
  8. একটি বাতিকে তিন বা তার অধিক যায়গা থেকে নিয়ন্ত্রনের দক্ষতা অর্জন।
  9. একটি কলিংবেলকে একটি পুশ সুইচ দ্বারা নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  10. একটি কলিংবেলকে দুই বা তার অধিক পুশ সুইচ দ্বারা নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  11. সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করে সার্কিট চেক করার দক্ষতা অর্জন।
  12. ট্রাফিক সিগন্যালে কিভাবে চৌরাস্তার মোড়ে বাতি নিয়ন্ত্রন করা হয় তারা দক্ষতা অর্জন।
  13. একটি সিলিং ফ্যানে সুইচ ও রেগুলেটর সংযোগের দক্ষতা অর্জন।
  14. মেটাল ব্যালাস্ট এর সাহায্যে টিউবলাইট সংযোগ করার দক্ষতা অর্জন।
  15. ইলেকট্রনিক চোক কয়েলের সাহায্যে টিউবলাইট সংযোগের দক্ষতা অর্জন।
  16. চেন্জওভার সুইচের মাধ্যমে দুইটি আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে লোড সংযোগ করার দক্ষতা অর্জন।
  17. টাইমারের সাহায্যে দুইটি আলাদা সময়ে দুইটি বাতিকে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  18. ডাইরেক্ট অন লাইন স্টাটারের সাহায্যে থ্রি-ফেজ মোটরকে স্টার অথবা ডেল্টায় সংযোগ করার দক্ষতা অর্জন।
  19. অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের সাহায্যে থ্রি-ফেজ মোটরকে নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন।
  20. রড আর্থিং করে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপের দক্ষতা অর্জন।
20+ Project Idea for Electrical Engineering আপনাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক প্রোজেক্ট আইডিয়ার এ ব্যবহারিকগুলো সম্পন্ন করেন তাহলে একটি সাধারন বাসাবাড়ির সকল ধরনের বৈদ্যুতিক সংযোগ সাধন করতে পারবেন। যদি এসকল প্রোজেক্ট করতে গিয়ে কোন ধরনের সমস্যা মনেহয় আমাদের অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ব্যাতিক্রম কোন ব্যবহারিক সম্পর্কে ধারনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরো পড়ুনঃ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উপায় কী এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url